জানিনা কেন এমন হয় আমার
আজকাল কোন কিছুই ভালোলাগেনা,
কেমন যেন বড্ড বেশী এলোমেলো হয়ে গেছি।
হঠাৎ করেই যেন
সবার থেকে আলাদা হয়ে গেলাম
মনে হয় যেন পৃথিবীর সব একদিকে
আর, অন্যদিকে তুমি।
সব ভুলে যেন তোমারি কাছে ছুটে আসি,
পুড়ো পৃথিবীর সুখ যেনো
তোমার বুকের মাঝেই,
তবে কি আমি তোমার প্রেমে পরেছি?
লোকেরা আমায় নিন্দা করে বলে
ও আর কি ভালোবাসবে,
আর কেই বা ওরে ভালোবাসবে।
আমি ভয়ে কুকরে যাই,
তবে কি আমি একাই জ্বলছি
তোমার প্রেমের তাপে।
ঠিক তখনি তোমার হাসি মাখা মুখ
আমার চোখের সামনে ভেসে ওঠে
ওই সরলতার মাঝে কোন ছলচাতুরী থাকতে পারে না।
ও চোখের নেশায় যেন মাতাল হই বারে বার।
তোমার ভালোবাসায় আমি সব ভুলে যাই
ভুলে যাই লোক লজ্জার ভয়,
সব ভুলে যেন আমার তোমাকেই চাই।