তোমাকে
---ডলি পারভীন

তোমাকে ভালোবাসার পর
আর কোনোদিন, ভালোবাসার ইচ্ছে জাগেনি।

তোমাকে দেখার পড়ে আর কোনো মুখ আমার দৃষ্টি কাড়েনি।

তোমার মনের গহীনে ঝুকেই আমি দেখেছি, ভালোবাসার গভীরতা কি।

ভালোবাসি তোমাকে না বলা কথা, কবিতায় বলেছি বহুবার।

তোমাকে স্পর্শ করতে গিয়ে
ফিরে এসেছি,
তবেঁ কল্পনায় ছুঁয়েছি তার কোনো হিসাব নেই।

আমার কল্পনা আমার ভাবনা সবকিছুর রাজত্ব দিয়েছি, তোমাকে।

তুমি শুধু একবার বলো,
ভালোবাসো তুমি আমাকে।

১০/১১/২০১৭ সময় ৪:০১