দ্যাখো আজ রাতের আকাশে
চাঁদের হাসির ঝিলিক,
প্রেম প্রেম ছড়িয়ে আছে
পৃথিবীর চারিদিক।

ঘরের চালে বৃষ্টির শব্দ
ঠোঁট কাঁপানো শীত,
দূর থেকে ভেসে আসে
প্রণয়ী মিলনের গীত।

আজকের প্রকৃতি সব মিলিয়ে
প্রেমময়,
শুধু সময়ে থমকে গেছে
তোমার,আমার বিনিময়।

২৬/৮/২০১৮ সময় ৪:১৫