জানিনা কবিতা কি করে লিখতে হয়, কত অক্ষর, ছন্দ বা মাত্রাবৃত্ত মিলিয়ে লিখলে পরে লোকে কবিতা কয়।
তবু তোমার আবদার, তুমি সরল মনেই বললে একটা কবিতার শিরোনাম আমার নামে কেনো নয়?
সেদিনই তোমায় বলেছি
কবিতা কি করে লিখতে হয় আমি জনিনা, আপন মনেই লিখে চলি, তারে কি আর কবিতা বলা যায়?
তোমার তবুও চাওয়া, হোকনা এলোমেলো তাতে কিবা আসে যায়।
লিখো তুমি, তোমার মন যা চায়।
আমি মুচকি হেসে বলেছি, তুমি পাগল,
আমিও তেমনি,
এমন পাগলামি তো আমাদেরই শোভা পায়।
তুমি আলতো করে ছুঁয়ে দিয়ে বললে,
একটা মিলন কাব্য লিখো তোমার আমার মিলন হবে,কাব্য কবিতায়।
২০/৩/২০১৮ সময় রাত ২:৩৩