তোর লেখা কাব্য কবিতায়
কোথাও আমি নাই,
জেনে বুঝে তবুও তোরে
ভালোবেসে যাই..!!
হয়ত আজ বুঝিস না তুই
অবহেলায় রাখিস দূরে দূরে,
একদিন তুই খুঁজবি আবার
স্মৃতির পাতায় ঘুরে ঘুরে..!!
আমি সেদিন হারিয়ে যাবো
খুঁজবি আর কই?
যেখানেই খুঁজবি তুই
দেখবি আমি নেই..!!
থাকতে সময় দিলিনারে
ভালোবাসার দাম
চোখের জলেই লিখে গেলাম
শুধু তোরই নাম..!!
সময় যেদিন ফুরিয়ে যাবে
আসবো না আর ফিরে,
ভালোবাসার স্মৃতি খুঁজিস
কবিতাদের ভিড়ে..!!
১৩/৩/২০১৮ সময় ভোর ৫:১২