ও সুন্দরী,
আহা কি যে রূপের বাহার
বাহ্! বাহ্! বাহ্! লাগছে তোমায়
বিষম চমৎকার!!
যে দেখবে তোমার অই মুখ
পরে যাবে প্রেমে,
বাঁধাই করবে নিজের বুকে
ছোট্ট একটা ফ্রেমে।
নজর যেন না লাগে গো
কালো টিক্কা দিয়ো,
সবার মাঝে থেকেও আমার
ভালোবাসা নিয়ো।
শুনে রাখো দুষ্টু কোকিল
শিশ দিবে অই ডালে,
তুমি আবার সুর দিওনা
ওদের তালে তালে।
মিষ্টভাষী অনেক পাবে
কঠিন কথার না,
নিজের মাঝেই খুঁজে নিয়ো
আপন ঠিকানা।
১৬/৯/২০১৮ সময় বিকাল ৫:৪০