যখন আমি ছোট ছিলাম
খেলতাম নানান খেলা,
আনন্দ আর হাসি খুশি
কাটতো সারা বেলা।
বৌছি আর কানামাছি
সাথে দাড়িয়াবান্ধা,
নিত্য নতুন খেলায় মজতাম
ছিলনা বাজে ধান্ধা।
চড়ুইভাতি পুতুল খেলা
খেলেছি কত রোজ,
এলোমেলো খাবার দিয়ে
সেরে নিতাম ভোজ।
মা যখনি ঘুমিয়ে যেত
দুপুরে খাবার পরে,
আমি তখন ছুটতাম মাঠে
থাকতামনা আর ঘরে।
সন্ধ্যে বেলা ফিরলে পরে
মায়ের বকুনি মেলে,
হাসি মুখেই ভুলিয়ে দিতাম
নানান কথার ছলে।
আর কী পাবো ছেলেবেলা
স্বপনেও তা নাই,
এখন শুধু দীর্ঘশ্বাসে
স্মৃতি খুঁজে যাই।
১৭/১২/২০১৮ সময় ১:৪৯