তোমার আশে পাশে অনেক মানুষ আছে
আমি যদি না থাকি কি হবে তাতে,
হাজারো লোকের ভীরে
তুমি তো একা নও
তবে কেন আমাকে খুঁজে ফেরা অবেলায়।
আমি তো অবহেলায় নিরবে হারিয়েছি,
খুঁজি নি ফুলের মালা
অবহেলার চাঁদরে জড়ানো শহর,
অবহেলিত আমি বেড়েছে বুকের জ্বালা।
রঙের দুনিয়া রঙিন মানুষ, রঙিন তাদের মন
আমি তো নই তেমন,
তোমার ভুবনে সুখে থাকো তুমি
আজ কেনো আমাকে প্রয়োজন।
আমি আছি আমারি মতো, বলিনি কিছু
মুখ বুজেই সয়েছি সব,
চলে এসেছি, তোমাকে দিয়ে সবটুকু সুখ
আজ কেনো আবার স্মৃতি চারণ।