দু'চোখ বন্ধ করে রেখেছি,
নিদ্রার ঘরে কড়া নেড়েছি বহুবার,
সুখ বিলাসী ঘুম পালিয়েছে এ পাড়া থেকে।
নিষ্ঠুর নিশাচর নিদ্রা রানী ঘুষখোর,
সে কেবলি ছোঁয়া চায় তোমার।
অনুভবে স্পর্শ মাখি দু,চোখেরপাতায়,
তোমার আঙ্গুলগুলো আলতো করে ছুঁয়ে থাকে চুলের ভাঁজে ভাঁজে।
আমি অপলক দেখি তোমার মুখ,
তুমি যেন ঠিক সেই মানুষ,
যেখানে রয়েছে আমার স্বর্গের সুখ।
১৮/১/২০১৮ সময় রাত ৩:৩০