সর্বনাশ
----------ডলি পারভীন
তোঁর মাঝে এক অজানা সুখ খুঁজে পাই,
বুঝিনা কি আছে তোঁর মাঝে,
কেন নিজের অজান্তে মন ছুটে চলে
তোঁর পথে।
কখনো ভাবি তুই সে'ই, যাকে আমি খুঁজি,
কখনো মনে হয় তুই আলেয়া,
কখনো আবার মরীচিকা।
এ কেমন মায়ারে, এ কেমন টান
কখনো কাছে ডাকে, কখনো দূরে রাখে,
তুই কি রে আমার ছাঁয়া,
নাকি শুধুই মিছে মায়া
যেমনি তুই তেমনি ভালো লাগে
কল্পনায় আঁকি তোঁরে,
আমার ভাবনা জুড়ে তোঁর বসবাস।
তোঁরেই আমি ভালবাসি,
ভালবেসেই হোক না হয় আমার সর্বনাশ।।