এই যে আড়চোখে আমারে দেখো তুমি
তুমি কি জানো
তোমার ঐ চাহনিতে কতবার
খুন হই.....!!
শোন সখা,,
এই যে তুমি, তীর মারো নয়ন থেকে নয়নে
আমি যে ঘায়েল হই
সেই কথা তো
কাহাকেও, না আমি কই.....!!
ওগো সখা শোন গো,,
অমন করে ডেকোনা , অমন করে ডাকলে
পাড়ার যত মেয়ে
হিংসায় মরে যায়
কত কি যে বলে যায় ইশারায়.....!!
ওগো সখা,,
এই যে আমি,চেয়ে চেয়ে দেখি গো
আচমকা ভাবি আবার
হঠাৎ যদি কোনদিন, ভুলে কভু
যাও মোরে, পাবো কি আর কিনারা....!!
শোন সখা,,
তার চেয়ে সেই ভাল, এই আমি আছি বেশ
দূরে দূরে আছি তবু
মনে হয় কাছেতেই
এই ভাল বেশ আছি হারাবার ভয় নেই...!!