খুব ইচ্ছে থাকা শর্তেও
তোর পাশাপাশি হাঁটা হবে না কখনো,
কি এমন দোষ হবে?
যদি কল্পনায় তোর বুক পকেটে থাকি?
যদি তোর চোখে দিয়ে দেখি বাইরের জগত।
যদি ভয় পাওয়ার বাহানায় ছুঁয়ে দেই তোকে
কি এমন ক্ষতি হবে, বলনা?
আঁধারের সাথী হয়েই তো এসেছি,
আলোতে তো খুঁজিনি। দিনের বেলা তো সবার সাথেই থাকিস,
আমার কথা কী একটুও মনে রাখিস? তাইতো আসিনা দিনের আলোতে।
অন্ধকারের জোনাকি হয়ে,
তোর আঁধারের সঙ্গী হলে
কী এমন ক্ষতি হবে বলবি কী আমায়।
৫/৩/২০১৮ সময় রাত ২:৫৬