আর আসবে না ফিরে আমার
হারানো সেই সোনা ঝরা দিন,
যেখানে ছিলনা হারাবার ভয়
ছিল শুধুই স্বপ্ন রঙিন।

২০/১১/২০১৭