যানি অতিত ভোলা যায় না
তবে ভুলে থাকার অভিনয়ে
ব্যস্ত থাকি আজ কাল....!!
সেই যে ছেলে বেলা
কখনো গোল্লাছুট, কখনো কানামাছি
খেলেছি কত খেলা....!!
কখনো মারামারি
এই ভাল, এই আড়ি
কখনো আবার মিষ্টি করে কথা বলা....!!
একদিন দুপুরে,
বোস বাড়ির পুকুরে
ভেজা কাপড় গায়ে ফিরছিলাম বাড়ি....!!
পেছন থেকে তুমি এলে
চটি ধরে দিলে টান
আমি কি আর তোমার সাথে পারি....!!
চিৎকার হই চই
সেই দিন গেলো কই
ভুলিতে চাইলেই কি ভোলা তারে যায়....!!
সময় তবু থেমে নেই
ব্যস্ত আমরা সকলেই,
ফেলে আসা দিন খুঁজি স্মৃতির পাতায়....!!