আজ আর আমার একটুও ভাবনা নেই
তোমাকে নিয়ে...
আজ আর একাকীত্ব তোমাকে স্পর্শ করে না...!!
আজ যদিও তোমার নির্ঘুম রাত কাটে...
তবে তুমি একা নও, আমি খুব ভাল আছি
এই ভেবে, তুমি অনেক ভালো আছো...!!
এখন আর সেই বিস্বাদময় রাত নেই...
ভাবতে ভালই লাগে,
তুমি এখন কারো সাথে সারা রাত গল্প কর...
মাঝে মাঝে দু'জনেই গান গাও...!!
জানো, আমি একটুও অবাক হইনা
আমি তো জানতাম একদিন এমনটাই হবে...!!
বিশ্বাস কর আমার কোন ক্ষোভ নেই,
তোমার প্রতি,
তবে কি জানো খুব কষ্ট লাগে মনে...
ওমন করে মায়ায় না জরালেই তো পারতে...!!
যাক যা গেছে, তা তো গেছেই
পুরোনো কথা মনে করে কি হবে এখন আর,
তবে কি জানো, চোখ দুটোকে বোঝাতে পারিনা...!!
অনেক বারন করার পরেও...
আমাকে ঠিক ভিজিয়ে দেয় তার আপন বর্ষায়..!!