আর কতকাল উড়বি রে তুই
কাঁপেছেনা তোর বুক?
শোকের দিনে কেমন করে
হাস্য উজ্জল মুখ?
আকাশে আজ ছড়িয়ে আছে
স্বজন হারানো চিৎকারে,
একুশ আজ বিষাদে ছেঁয়েছে
সেলফি তুলিস না রে!
বসন্তের আমাজে মেতে আছিস
মনে সুখের ফাগুন,
আমার ভিতর থেকে থেকেই
জ্বলছে দ্রোহের আগুন।
বাতাসে ভাসে লাশের গন্ধ
চোখে নোনা সাগর,
একুশ এলো একুশ গেলো
রইলো একুশ অমর।
ভুলিনি কভু ভুলবো না রে
রইবে একুশ স্মরণ,
বছর ঘুরে আসবে একুশ
ভিজবে আবার নয়ন।
২২/২/২০১৯ সময় রাত ১২:৩৫