সারারাত তোমায় নিয়ে অনেক স্বপ্ন সাজাই, দু'চোখের তারায়,
কিছু স্বপ্ন মন পিঞ্জিরায় বাসকরে,
কিছু স্বপ্ন অকূলে হারায়।
হাসি খেলায় কেটেছে কতই না মধুর ক্ষণ,
বেলা শেষে অবশেষে ভগ্ন হলো মন,
অবশেষ জানা হলো,
আমায় তোমার নেই প্রয়োজন।
১৯/৩/২০১৮ সময় সকাল ৭:৪৫