গিয়েছিলাম সেই আসরে
স্বপ্নে ছিলো যা,
দুরুদুরু কাঁপছে বুক
কি বলব কিছুই বুঝি না।
গণ্যমান্য সকল কবি
দেখে তাদের জুড়িয়ে গেলো মন,
আমি অধম, ভাগ্যগুণে
সেই আসরে পেয়েছি আমন্ত্রণ।
খুব সহজেই আপন করে
নিলেন আমায় বরণ করে,
আমিও তেমনি, শ্রদ্ধা লয়ে
ফিরে এলাম আপন ঘরে।
গুরুজনের অনুপ্রেরণায়
সাহস পেলাম মনে,
আবার আমি আসবো ছুটে
হৃদয়ের টানে।
ভালোবাসাময় সেই আসরে
আমি হলাম ঋণী,
যতদিন আছি, এই দিনের কথা
ভুলবো না কোনোদিনই।
স্বপ্নে গড়া সেই আসরে
আমিও হলাম ভাগি
সকলের তরে কৃতজ্ঞতা জানাই
রইলাম অনুরাগী।
গর্বিত হলাম আপন মনে
পেলাম সবার দেখা,
অন্তর যামী চেঁচিয়ে বলে
নইতো আমি একা।
১৮/৩/২০১৮ সময় সকাল ১১:৪৪