সম্পর্ক
----ডলি পারভীন

এই ভার্চুয়াল জগতে
শুনেছি কেউ কারো নয়
আমি পেয়েছি কপাল গুনে
তোমাদের পরিচয়।
আপন আপন যদি রক্তের বাঁধন হয়,
আত্মার বাঁধন বলো
কেনো তবে আপন নয়?
কে আপন কে পর বুঝিনা আমি,
আমার কাছে সম্পর্ক সবচেয়ে দামী।

১৫/১১/২০৭