আমার ভাইয়ের রক্তের দামে
ছিনিয়ে এনেছি এই ভাষা,
শহীদ স্মরণে শ্রদ্ধা জানাই
জানাই ভালোবাসা।
সে-ই রক্ত যায়নি মুছে
ইতিহাসে আছে লেখা,
মুক্তি সেনার প্রতিচ্ছবি
হৃদয় মাঝে আঁকা।
বিপ্লবী সেই সন্তানেরা
রেখেছে মায়ের মান,
আকাশে উড়িয়ে বিজয় নিশান
স্বাধীনতা পেলো প্রাণ।
বাংলা ভাষায় মধুর সুরে
ডাকি যখন "মা"
অমন মধুর নামটি মাগো
কোথাও পাবো না।
জীবন দিয়ে ফোটালেন যাঁরা
মায়ের মুখে হাসি,
বিনম্র চিত্তে বলে যাই
আমি তাদের ভালোবাসি।
২১/২/২০১৯ সময় ১২:৪০