যে পথের বাঁকে হারিয়ে গেছি,
এখন পথ খুঁজে পাই না।
আজ কয়দিন যাবৎ সে পথেই চলছি।
জানি গন্তব্য বিহীন পথ,
কিছুতেই ফিরছে না মন।
বাস্তবতার শিকল পায়ে,
নয়তো আরও বেশী উন্মাদ হয়ে যেতাম।
তুমি প্রেম, তুমি পূজা,
আমি তোমারি ধ্যানে মগ্ন সারাক্ষণ।
যে প্রেমে ফুটেছিল কাননে কুসুম
তুমি সে প্রেম দিয়ে সাজিয়েছ মন,
আমি সেই প্রেম পিয়াসী,
জনম থেকে খুঁজেছি যে প্রেম।
কত ছলাকলা কত অভিনয়,
ভুলে যাওয়ার নানান বাহানা,
তবুও কি ভুলতে পেরেছ?
যদি ভুলাই যেত
তবেঁ কেনো তোমার স্পর্শ
আজও আমি পাই!
বলো এঁকি প্রেম নয়?
এটাই তো প্রেম
এ যেন মাতাল করা প্রেম তোমার,
আমার নেশা জাগায়।
আমি পিয়াসী বারবার আসি
তৃষ্ণা মিটাই
তোমারি প্রেমকুঞ্জে।
বুঝেছি তুমিও তেমনি
বাঁধা আছি দুজনে
দুইদিকে বাস্তবতার শিকলে।