স্বাধীনতা তুমি কী আজও জানা হলো না।
এখনো বুঝে উঠতে পারিনি স্বাধীনতার মানে, আকাশ ছুঁই ছুঁই করে,
যে লাল সবুজের পতাকা টা উড়ছে সেই পতাকা কি সত্যিই স্বাধীনতার নিশান; যদি তাই হয় তবে কেন আজ তার এত অসম্মান?
যে দেশে এখনো অত্যাচারিত হয় মানুষ, যে দেশে ভদ্র পোশাক পড়ুয়া মানুষ গাড়িতে চলাচল করে, অথচ পথের ধারেই অনাদরে পরে থাকে ক্ষুধার্ত মানবশিশু, তাদের কি একটি বারের জন্য অন্তর কেঁপে ওঠেনা;
একবারও কি ইচ্ছে জাগেনা মনে, একটিবার নাহয় তাঁর মুখে খাবার তুলে দেয়ার, একটুকরো রুটি খাওয়ার স্বাধীনতা কি তার নেই। যদি না'ই থাকে স্বাধীনতা, তবে কেন স্লোগান দাও স্বাধীনতার?
দেশের নামীদামী স্কুল,
এমনকি সরকারি স্কুলগুলোতেও ভর্তির জন্য লড়াই করতে হয় বাবা-মাকে।
টাকা না দিতে পারার দায়ে,
স্কুল থেকে বিতাড়িত করে দেয় ছাত্র, যেখানে শিক্ষার স্বাধীনতা নাই,
তবে স্বাধীনতা কই,
কেমন করে হলো স্বাধীন?
আমি স্বাধীনতা দেখিনি,
শুধু গল্প শুনেছি,
অনেক অনেক রক্ত ঝরেছে,
স্বাধীনতার জন্য জীবন দিয়েছে লাখো বীর,
কিন্তু না,,, আমার মতে
স্বাধীনতা এখনো কেউ পায়নি।
২৬/৩/২০১৮ সময় ৩:৫২