তোমাদের দেয়া সেই উপহার
আজকের এই বাংলাদেশ,
যার জন্য জীবন বাজী রেখেছ
গুলির আঘাতে হয়েছ শেষ।
যে দেশের জন্য ঝড়িয়েছ তুমি
বুকের তাজা রক্ত,
দেশ মাতাকে আপন করেছ
হওনি তো বিরক্ত।
কতো বীর জীবন দিয়েছে
নারী হারিয়েছে সম্মান,
চোখের জলে বুক ভেসেছে
হাসি ছিলো মুখে অম্লান।
এদেশ নেই সেই স্বপ্নের দেশ
এদেশে আজও রক্ত ঝরে,
শুধুু নেই সেই ভালবাসা
মানুষ মানুষের তরে।
১৬/১২ /২০১৬