বহুরাত কেটে গেল ছিলেনা তুমি
আজ আবার এসে বললে এই তো আমি!
নতুন সাজে শুরু হল অনেক কথা
ভুলে গেলাম জমাট ছিল যা দুঃখ ব্যথা!
সুম সুম শব্দঋণ
কেটে গেল কতদিন!
আবার তো ঠিকই এসেছো
ভালো ও তো বেসেছো!
এইসব কি আমি মিথ্যে বললাম,
তবেঁ এবার যদি যেতে চাও
এইটুকু বোলো আমি চললাম!
আমাকে ভয় পেওনা
আমি বাঘ না আর ভাল্লুক ও না!
ব্যতিক্রম হলে ও বোলো,
একটা কথা বলি
লুকানো যা আছে কথা
আমার কাছে খোলো!
এইভাবেই তো আমি লিখি
স্মৃতি হয়ে থাকুক
কোনদিন যেন না হয় ইতি!