জীবনের শেষ মুহূর্তে যারে সঙ্গী পেয়েছি,
সে তুমি।
যার অদৃশ্য ছোঁয়া হৃদয়ের শিহরণ জাগায়,
সে তুমি।
যার পদচারণ কর্ণপথ ছিদ্র করে অন্তরে প্রবেশ করে, সে তুমি।
যাকে দেখায় জন্য চক্ষুদ্বয় অশান্ত থাকে,
সে তুমি।
যাকে ঘিরে স্বপ্নিল পৃথিবী সাজাই, সে তুমি।
যার আগমন হবে আমার একাকীত্বের ভাগ নিতে,সে তুমি।
যার জন্য অকূলে কূল খুঁজি, সে তুমি।
একাকী এই জীবনের একমাত্র বন্ধু তুমি।
কিন্তু......
অন্তরের অন্তর থেকে কেউ একজন প্রশ্ন করে,
তোমার কোথায় রয়েছি, আমি?
২৯/১/২০১৮ সময় রাত ২:৪১