আমারতো সাধ জাগে
ডানা মেলে উড়তে,
আমারতো সাধ জাগে
পৃথিবীটা ঘুরতে।
আমারতো সাধ জাগে
ফুল হয়ে ফুটতে,
আমারতো সাধ জাগে
নদী হয়ে ছুটতে।
আমারতো সাধ জাগে
পাহাড়ের ঐ পাড়,
আমারতো সাধ জাগে
হেথা কি দেখিবার।
আমারতো সাধ জাগে
কবিতার ছন্দে,
কে লিখেছে কার কথা
ভালো কি বা মন্দে।