রূপা তোমার নীলাচলে তুমি শুধু মমতাই পোষো না,
ছলনাও পোষো খুব যত্ন করে।
তোমার সুক্ষ্ম তীর ভেদ করে কোথায় তুমি জানোনা,
আমি চুষে নিতে পারি তোমার অবহেলার সবটুকু বিষ,
কিন্তু, আমি তা নেবো না।
আমি নীলকান্ত হতে চাইনা, আমি আছি, আমি থাকবো রূপার হিমু হয়ে।যেদিন থেকে রূপার হিমু হয়েছি, সেদিন থেকে হ্যাঁ ঠিক সেদিন থেকেই আমি রূপার কাছে আসতে পারিনা, আমি প্রতারক প্রেমিক নই, আমি চাই রূপা আমায় ভালোবাসুক, অনেক ভালোবাসুক, কিন্তু কাছে আসতেই আমার যত ভয়, জানিনা কিসের।
অনেক বেশি প্রাপ্তি?
নাকি অজানা এক শূন্যতা?
তবে যেটাই হোক, রূপা তুমি মায়াবী বা বিষাদময়ী যাই হও, আমি তোমার হিমু হয়েই রইলাম।
৯/৮/২০১৮ সময় সকাল ৬:৩৪