পথেরকাঁটা ওরা
ওদের কি বাঁচার অধিকার আছে?
কার সময় আছে ভাববে ওদের নিয়ে
কে মরে কে বাঁচে।
ভাবি শুধুই ওদের কথা
কেমন করে কাটে ওদের দিন,
কেমন করে শোধ দিচ্ছে
মাতৃভূমির ঋণ।
মরছে ওরা পশুর মতো
মানুষ তো ওরা নয়,
আমরা মানুষ ওদের দেখে
পাইত কেবল ভয়।
রক্তে গড়ায় ওদের শিশু
আমাদের তাতে কি?
আমরা তো ভাই মনুষ্যত্ব
হারায়ে ফেলেছি।
ওদের পাশে কেউ দাঁড়ায় না
কেউ ভাবে না ওদের কথা,
আমার শুধুই দু'চোখ ভেজে
অন্তরেতে পাই যে ব্যথা।
চক্ষু দিয়ে দেখি শুধুই
রক্তেমাখা দেহ,
আর্তনাদে চেঁচিয়ে বলি
বাঁচা তোরা কেহ।
৩/৩/২০১৮ সময় রাত ১১:২২