আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব খুঁজি!
অবাক হয়ে যাই, আমার অস্তিত্ব এপারে আছি,
কিন্তু আয়নার ভেতর আমি নাই, তবে!
তবে কি আমি মরে গেছি? আমার অস্তিত্ব কোথায়?
আয়না তুমিও কি ভুল করছ? কেন তোমার বুকে আমার অস্তিত্ব টের পাচ্ছি না।
সত্যিই কি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে?
এ শহরে কি আমার অস্তিত্ব নেই?
ওপারে দাঁড়িয়ে থাকা স্বচ্ছ আয়না জানান দাও আমি কি বেঁচে আছি?
নাকি মৃত্যুর গহ্বরে হারিয়ে গেছি অনেক আগেই।
কই মৃতদের শহরেও তো আমার নামে খোদাইকৃত টেমপ্লেট নেই!
আমার নাম ধরে তো কেউ বলে না অমুকের লাশ!
কই কেউ তো শোকসভা করে না।
কেউ তো কবরবাসী ভেবে খোঁজ নিতে আসে না।
সবাই তো দ্যাখে আমি চলছি ফিরছি জীবন্ত মানুষ!
সবাই উপরের হাসিটা দ্যাখে, দিব্বি মনের সুখে গান গাচ্ছি কথা বলছি, আয়না তোমার কি করে ভুল হলো?
তুমি কেন আমার অস্তিত্ব খুঁজে পাও না?
আয়না এই দ্যাখো স্বশরীরে আমি সামনে দাঁড়িয়ে আছি।
তবুও তোমার বুকটা খাঁ খাঁ করছে কেন?
সব কিছুই তো আছে তোমার বুকে,
শুধু আমি নেই, আমার অস্তিত্ব নেই তোমার বুকে।
জানো তো মৃতদের কোন জায়গা নেই,
সব চোখের দেখার ভুল হয়,
শুধু আয়না তোমার কোন ভুল নেই।
১৭/১০/২০১৯ সময় ১:১৪