অনেক মানুষ আগে-পিছে
সেই মানুষ তো নাই,
যার কাছেতেই প্রশ্ন করি
উত্তর কোথা ভাই?
আজব প্রশ্ন মন-মগজে
উত্তর নাহি মিলে,
নানান প্রশ্ন উড়ে বেড়ায়
যন্ত্রণা দেয় দিলে।
আকাশ কেন রাত্রি হলে
হয় অন্ধকার কালো?
দিনের বেলা কোথা হতে
আসে এতো আলো?
কোথায় পায় ঝর্ণা পানি
কোথা হতে নামে?
কোথায় গিয়ে সাগর হারায়
কোথায় গিয়ে থামে?
কেমন করে আকাশ হতে
বৃষ্টি ফোঁটা ঝরে?
কেমন করে মধু থাকে
ছোট্ট ফুলের তরে?
মধুর কণ্ঠ পেলো কোথায়
কালো কোকিল পাখি?
ঘরেরচালে মিষ্টি সুরে
করে ডাকা-ডাকি।
আমি সদাই ভেবে মরি
উত্তর কোথা পাই?
জানে যে জন বোঝে সে মন
এমন মানুষ নাই।
১৭/১১/২০১৮ সময় রাত ১২ :০৪