বুকের ভেতর লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সবকিছু। তোলপাড় করা ঝড়ের দাপটে ভেঙ্গে যাচ্ছে হৃদয়ের কুঁড়েঘর। তছনছ হয়ে যাচ্ছে চারিদিক এখন তো বৈশাখ নয়, তবে কেন চুরমার হয়ে যাচ্ছে সাজানো স্বপ্নগুলো। এমন তো হওয়ার কথা ছিলোনা, তবে কেন এমন কষ্ট কষ্ট লাগে?
গোছানো জীবন বড় জটিল লাগে, যেন অসময়ে কালবৈশাখী ঝড় বইছে মনের ভেতর। কি কারণে
চারিদিক আজ অচেনা মনে হয়, কিচ্ছু জানিনা।
শুধু বুঝতে পারি কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে, কী কী সেটা?
উফ অদ্ভুত যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর, না আর পারছিনা। তবে কি সত্যি সত্যি ভেঙ্গে যাবে আমার সেই সাজানো বাগান টা?
২৯/১/২০১৮ সময় রাত ৮:৩৬