যদি মন জেনে যায়
সে প্রেমী নয় শুধুই ছলনাময়ী,
তবে মিছেই কেন আগলে রাখা বুক পাঁজরে?
নিজের নিশ্চিত ডুবে যাওয়ার ভয় যেখানে,
তবে কেন সে তরী বাইতে চাওয়া?
বালুচরে যায়না গড়া প্রাসাদ, জানি ভাঙ্গবেই উড়ো বাতাসে, তবে কেন মিছেই স্বপ্ন প্রাসাদ গড়া?
সে ছিল ছলনাময়ী, সে আজও ছলনাময়ী।
তবে মিছেই কেন তাঁর গান গাওয়া?
২/১০/২০১৮ সময় রাত ১০:৪৮