প্রণয়ের ঝড়
---- ডলি পারভীন
তুমি আমি, আমি তুমি
কোলাহল ছেড়ে অন্য কোথাও
হারিয়ে যাব,
দারুণ অনুভূতি হবে তখন।
তুমি আর আমি, দু'জন মিলে
অন্য ভুবনের বাসিন্দা হব।
অন্যরকম তোমাকে পাওয়া,
লুকানো থাকবেনা কোনো চাওয়া
দু'জন শুধুই দু'জনার।
তোমার বুকের মাঝে প্রণয় জাগাবো
এক'ই ঝড় বইবে আমার মনে।
তুমি আমি,
আমি তুমি ভুলে যাব দিনরাত্রি
তুমি আমি,
আমি তুমি এক'ই প্রেমের যাত্রী।