ভাললাগে তখনি
ছুঁয়ে দাও যখনি!
দু'টি মন মোহনায়
অনুভবে মিশে যায়!
ভেসে যাই দু'জনে
স্বপ্নের ভুবনে!
পাখির সুরে গাই গান
মন তবু আনচান!
এসো মনের কথা কই
দু'জনাতে মিশে রই!
এই হাতে দাও হাত
কেঁটে যাবে মধুরাত!
হৃদ মাঝে প্রণয় জাগে
রাগে আর অনুরাগে!
ফুল কলি উঠে ফুটে
কাঁপুনি উঠে ঠোঁটে!
ছুঁয়ে দাও ওষ্ঠদ্বয়
ভালবাসার আলতো ছোঁয়ায়!
এরই মাঝে বাঁচি যেমন
এরই মাঝেই হয় মরণ!
১১/১/২০১৮ সময় রাত ১০:৪০