হে প্রবাসী জানি তুমি
কষ্টে কাটাও দিন,
মাথায় নিয়ে সংসারের বোঝা
পাহাড় সমান ঋণ।
শুষ্ক থাকে ঠোঁটের কোণ
হাসি তবুও রাখো,
শত কষ্ট মনের কোণে
তুমি লুকিয়ে রাখো।
অভিনয় তো তোমরাই পারো
নিজের সাথে করতে,
মায়ের মুখেয় মিষ্টি হাসি
বুকের মাঝে ধরতে।
ছোট ভাইবোনের আবদার গুলো
হাসি মুখে নাও মেনে,
শত কষ্টেও ভালোই থাকো
পরিবার ভালো আছে জেনে।
যতই বলি তোমাদের কথা
হবে না তো শেষ,
দোয়া রইলো তোমাদের তরে
আমরাও আছি বেশ।
২৪/৭/২০১৮ সময় ১২:৩৫