সেদিনও আকাশে চাঁদ ছিল
ছিল অগণিত তারার মেলা,
পূর্ণিমার আলোয় হেসেছে ভুবন
অন্তরঙ্গ ছিল প্রেমের খেলা।
জোছনার বানে ভেসেছি দু'জনে
মিলন হয়েছে নয়নে নয়নে,
বাতাসে ছিল হাসনাহেনার সুবাস
অন্তর ছুঁয়েছে অন্তর জতনে।
আলিঙ্গন করেছ বুকের মাঝে
আহা মরেছি কত-না লাজে,
লাজ ভেঙ্গেছ প্রেমের ছোঁয়াতে
ডুব দিয়েছি তোমারি মাঝে।
দূর হতে এসেছো পরবাসী প্রিয়
এ কোন ভালোবাসার পরশ নিতে,
মরেছি মরেছি প্রেমেতে পরেছি
তোমারি আকুল প্রেম পিরিতে।
ওগো প্রিয়, এত প্রেম ভালোবাসা
মিলনের ছোঁয়া ভুলিব ক্যামনে,
বিরহ বেদনে মরিবে হৃদয়
যে দিবস কাটিবে তুমি বিহনে ।
২১/ ১০/২০১৯ সময় সকাল ০৭:১৮