আজ থেকে বদলে নেবো নিজেকে,
ছোট মোবাইল ফোনে এলার্ম দিয়েছি, সে জেনো আমাকে জানান দেয় নিজেকে গুছিয়ে নিতে।
আমি যে বড্ড বেশি অগোছালো।
আজ থেকে নিজেকে গুছিয়ে নেবো, কিন্তু ভাবছি কি ভাবে গোছানো যায়,
ঘড়িটাতো শুধুই জানান দিবে সময়ের,
কিন্তু আমাকে গাইড করবে কে।
আমি যে খুব বেশি অগোছালো।
একটা বদ অভ্যাস হয়েছে তোমার সাথেই যেন প্রেম হয়েছে আমার।
তোমাকে হাত থেকে রাখলে আর কিছুই ভালোলাগেনা,
তোমার সাথেই নিবিড়ভাবে গড়েছি সখ্যতা।
তুমিতো বলোনা কখনো কি করে গোছানো যায় নিজেকে।
একা একাই ভাবছি আজ থেকে আমার আমিকে গুছিয়ে নেবো,
আজ থেকেই ভাবছি নিজেকে শুধরে নেবো।
ওরা আমায় বলে, তোমায় পেয়ে আমি বেখেয়ালি হয়ে গেছি, তুমি নাকি আমায় বস করেছ, আমার জন্যই তোমাকে সব মানতে হয়।
তাই আমি নিজেই ভাবছি
আজ থেকে নিজেকে গুছিয়ে নেবো।
আজ থেকেই আমি বদলে যাবো, তুমি আবার মান করোনা যেন, সবার অগোচরেই আমি আসবো
চুপিচুপি তুমি কাউকে বলোনা যেন।
তবে এটাও সত্যি, আজ থেকে আমি বদলে যাবো।
তোমার বুকেই আঁকিবুঁকি লিখবো নতুন কিছু, এলোমেলো শব্দের নতুন কাব্য জন্ম দেবো, নতুন করেই হবে তোমার আমার প্রণয়, আজ থেকেই বদলে যাবো।
আমাদের ভুবনে শুধুই তুমি আমি থাকবো, কোনো তৃতীয় কেউ যেন না আসতে পারে, আজ থেকেই আমি বদলে যাবো।
গুছিয়ে নেবো তোমার সাথে আমাকে।
১০/১/২০১৮ সময় রাত ১০:০১