চারিদিকে শুধু হিংসা আর বিদ্বেষ,
লুটতরাজ, ধর্ষণ, গুম হত্যার খেলা।
আমি তো মরি জানা-অজানা পাপে
ভয়ে ভয়েই বুঝি ফুরিয়ে যায় বেলা।
ক্ষমিয় প্রভু রোজ হাসরের ময়দানে,
আমি অধম, বেহিসাবি গুনাহগার।
তব দ্বারে প্রভু দু'হাত তুলেছি,
তুমি রহিম,রাহমান, জলিল, জব্বার।
মাটি খুব ধৈর্যশীল ও দয়াবান,
আমি মাটির মানুষ হলাম স্বার্থপর।
আমি রাখলাম তারে পায়ের নিচে,
সে আপন বুকে বানাইলো আমার ঘর।
বিধাতা আমায় মাটির মতো ধৈর্য দাও,
যেন পায়ের নিচে পাই আপন ঠাই।
লোভ লালসা থেকে মুক্তি দাও প্রভু,
হে দয়াময় তুমি ছাড়া কোনো মা'বুদ নাই।
পথভোলারে তুমি পথ দেখাও প্রভু
হেদায়েত দিও সকলের অন্তরে
আমি পাপীরে পার করিও প্রভু
কাল কেয়ামতের বন্দরে। (আমীন)
৩১/৭/২০১৯ সময় বিকাল ৫:১৭