হাত ধরেছি ছাড়বো না রে
যে যা বলে বলুক
আমাদের এই প্রেম দেখে
পাড়ায় লোকে জ্বলুক।
প্রেম কী হয় রে যথাতথা
মন কী বাঁধে সবাইরে?
যার সাথে যার মন বান্ধেরে
যায় কী ভোলা তাহারে।
তোরই টানে ফিরলাম আবার
এলাম তোরই কাছে
হাত ধরেছি ছাড়বো না রে
যে যাই বলুক পাছে।
১৪/১০/২০১৮ সময় সন্ধ্যা ৬:৫৫