এত বড় রাত অথচ, চোখে ঘুম আসে না।
রাস্তায় তো জ্যাম থাকার কথা নয়!
শহর ঘুমায়, মাঝে মাঝে কেঁদে ওঠা কুকুরের চিৎকারও শুনতে পাওয়া যাচ্ছে না।
দেয়ালে টাঙানো কোনো ঘড়ির শব্দও নেই,
চাইলে সে নিঃশব্দে আসতে পারে।
অভিমানী ঘুমের পরীটা আমাকে ক্লান্তির সিলিংফ্যানে ঝুলিয়ে সে পলাতক!
আমারো জেগে থাকতে কষ্ট হয়,
শব্দের ঘুণপোকা ছিন্নবিচ্ছিন্ন করে দেয় শিরা-উপশিরা, বিষ ছড়িয়ে যায় মৃত্যুর।
আরো কিছুদিন বাঁচার খুব সাধ,
সাময়িক ঘুম প্রয়োজন।
অথচ সে বড্ড বেশি অভিমানী!!
৩/১/২০২০ সময় রাত ৩:৩৩