তুই তো পাথরই
তোকে গলানোর ক্ষমতা আমার নাই,
তোর থেকে দূরে থেকে আমিও এখন
পাথর হতে চাই।
তুই তো অহংকারী
হয়ত পেয়েছিস না পাওয়া কিছু সুখ,
আমিও চেয়েছি, পেয়েছিও অনেক
সুখ না হোক, দুখ।
২৯/৩/২০১৮ সময় বিকাল ৫:১০