পাথরে আঘাত করে
শুধু নিজেই আঘাত পেলাম,
পাথর তো নড়ল না
আমি একাই রক্তাক্ত হয়েছি।
পাথর আমাকে বলেছে
ফিরে যাও তুমি,
আমি পাথরকেই
বুকে জরিয়েছি।
পাথর এতোটাই কঠিন
আমাকে রক্তাক্ত করেছে,
আমার শরিরের রক্ত
পাথরের গায়ে নাকি কলঙ্ক।
পাথর কে বলে যাই
এতোটা কঠিন হইও না,
পাছে লোকে ব্যথা পাওয়ার ভয়ে
তোমাকে ছুঁরে ফেলে দেয়।
শুনেছি ভালোবাসা দিয়ে নাকি
পাথরের বুকেও ফুল ফোঁটে,
তবে তুমি কেনো এতো কঠিন?
পাওয়া আর না পাওয়ার হিসেব করে
ভালোবাসা হয় না,
ভালোবাসি,
পাথর মন তোমাকেই ভালোবাসি।