খুব কাছে এসেও পর করা, মানুষকে কি বলে আমি জানিনা।
কি নাম দেবো তার,,?
স্বার্থপর বলা যেতে পারে কি?
আমি ভেবে খুব অবাক হই কেমন করে পারে মানুষ এত রঙ বদলাতে!
একদিন যার বুকে ছিলো
বসত ভিটা, যে ছিল তোমার শেষ ঠিকানা,
কি করে পারলে তাকে
অমন আঘাত করতে?
তোমার কি একবার ও হৃদয় কাঁপলো না হে,প্রিয় বন্ধু আমার!সুখ দুঃখ ভাগ করার সাথী।
হয়তো তুমি, তোমার দিক থেকে ঠিক মনে হয়,
কিন্তু, আমিও তো ভুল ছিলাম না বলো,সে কথা ভেবেছ কি কখনো আমার মত,আমি যেমন ভাবছি তোমায় নিয়ে।
তবে কেন আজ আমার নাম তোমার মুখে
মীরজাফর,,?
তুমি শুনে রাখো আমি একটুও মনে কষ্ট পাইনি
কারণ টা না হয় নাই জানলে।
আমি তো এমনি, তুমি তা ভালো করেই জানো
আমি কি বা কেমন।
ইশ!ভুল হয়ে গেলো,
আমাকে তোমার জানার কথা নয়।
যদি সত্যি তুমি আমাকে জানতে বা বুঝতে
আমার নাম কখনো, মীরজাফর হতো না।
যাক লেখার ছলেই তোমাকে শেষ বারের মতো
আমার কবিতার নাম দিলাম।
তুমি বড় পাষাণী।