তোর আমাকে প্রয়োজন নেই,
আমাকে খোঁজা প্রশ্নই আসেনা।
আমি মিছেই অভিমানী সুর বাঁধি,
যার কোনো মূল্যই নেই তোর কাছে।
ভুল তো তোর ছিলনা,
ভুল ছিল আমার,
আমি বিশ্বাস করেছি তোকে।
তাই অবহেলার চাদরটাও আমার গায়েই জরানো থাকে আজকাল।
তুই সুখে থাক, অন্য কারো স্বপ্ন বুনে।
কষ্টের নীল বিষ আমি'ই না হয় পান করি,
তুই অমৃত নিয়েই বেঁচে থাক।
ভালো থাক মুক্ত আকাশের বুকে,
আমার না হয় চার দেয়ালেই কাটুক
বন্দী জীবন।
ভালোবাসার সাথে অপরিচিতা ছিলাম,
ভেবেছি ভালোবাসা সে শুধুই আমাকে তোর
আপন করে আছে ডাকার মাঝেই,
তাই আগুনকে ভেবেছি সিঁদুরমেঘ,
ভুল করেই আজ জ্বলে পুড়ে মরছি আমি।
অভিশাপ নয় শুধুই প্রার্থিনা করি,
তোর পৃথিবী আলোয় আলোয় মুখোরিত উজ্জ্বল হয়ে উঠুক।
আমি জ্বলে জ্বলে ভস্ম হয়ে যাই, এটাই আমার প্রাপ্য, আমি যে পাপিষ্ঠ।
২৯/১২/২০১৭ সময় রাত ১১:৩২