প্রতিটা সন্ধ্যা মানেই ,
আবার সেই পুরোনো স্মৃতিপট
মনের ঘরে উঁকি দেয়া ,
সেই সে পুরোনো স্মৃতি।
সেই যে একলা সময়,
তোমার বাহুডোরে ছিলাম আমি,
আর ছিল সিঁদুরে সন্ধ্যা।
সেই সে স্মৃতি আজও কাঁদায় আমাকে , আরও একটি বার তোমাকে চেয়েছি,
সেই সে ভাবেই।
অতৃপ্ত মনের অপূর্ণ চাওয়া,
যা আর কখনোই পূরণ হবে না,
আর যদি ভাগ্যক্রমে দেখা হয়েই যায়।
তোমার আমার পবিত্র ভালোবাসা
সমাজের চোখে হয়ে যাবে তখন।
" পাপ "