কোন্ ডালেতে বস পাখি
কোথায় তোমার বাসা?
কোন্ আকাশে উড়ে বেড়াও
নিয়ে নতুন আশা।
কারে লইয়া স্বপন বাঁধো
কারে লইয়া ঘড়,
কে বা তোমার আপন পাখি
কে বা তোমার পর।
কোন্ নয়নে বাঁধো তারে
কোন্ নয়নে জল,
সত্যি কি ভালোবাসো
না কি করো ছল।
প্রশ্নগুলো অবান্তর
যদিও মনে জাগে,
তুমি আবার গাল ফুলিয়ে
থেকোনা যেন রাগে।
আমিতো এমনই প্রশ্ন রাণী
তোমার আছে জানা,
তবে কেন উত্তর দিতে
করছ এমন না না।
হয়েছে হয়েছে এবার থামো
চলো এবার ঘরে,
প্রশ্নগুলো মনে হলেই
করবো আবার পরে।