আমার আকাশ স্বচ্ছ নীলে
শুভ্র অভ্রের মেলা
কালো মেঘ ফুরিয়ে গেছে
কাল রাত্রি বেলা।
আসুক বৃষ্টি ধুয়ে দিক
মনের যত কালো
রাত্রি আধার ফুরিয়ে আবার
ফুটবে ভোরের আলো।
পাখির সঙ্গে তাল মিলিয়ে
গাইব আমি গান
ভুল ত্রুটি তা পেছনে ফেলে
নতুনত্বের আহ্বান।
১৬/১০/২০১৭