বারেবারে বারণ করা সত্ত্বেও
মন শুধু সেই কিনারায় ছুটে চলে,
যে পথের কোনো গন্তব্য নাই।
শুনেছি ভুলের ক্ষমা আছে,
আসামীর মুক্তি আছে,
যদি একই ভুল হয় বারেবারে
তার নাম কেনো ভুল বলে পার পেতে চাও?
তুমি পাপিষ্ঠ মন তোমার ক্ষমা নেই,
তুমি জ্বলে জ্বলে অঙ্গার হবে,
কখনো তোমার মুক্তি নেই,
তুমি অভিশপ্ত মন, তুমি অভিশপ্ত।

৫/১১/২০১৭