তুমি বড় অভিমানী
এতটাই অভিমান করলে
শেষ বারের মতো ক্ষমা চাওয়ার
সুযোগ টাও দিলে না।
তোমার অভিমানের চিতায় আজ দগ্ধ হচ্ছি
তোমার কি একটু ঘুরে দেখার সময় হবে।

অভিমানী,,
কতো খুনসুটি, কতো হাসি কান্না
কখনো বা গাল ফুলিয়ে নিরব থাকা,
কখনো বা দুজনেই ছিলাম দু জনের সহযাত্রী, আমার পাগলামি,তোমার হেসে উরিয়ে দেয়া।
কেমন করে ভুলবো?
একবার এসে বলে যাও, অভিমানী।

অভিমানী,,
এ কেমন বিচ্ছেদ বীনা বাজিয়ে চলে গেলে?
ভালোবাসার শেষ শব্দ টুকুও কি শোনার ইচ্ছে জাগেনি?
আমিও তোমাকে ভালোবাসি।
বলা হয়নি কখনো।
প্লিজ, আর একবার ফিরে এসো।

এই অভিমানী,,
এক বার ফিরে এসে দেখো কেমন
এলোমেলো হয়ে গেছে সকলে।
তোমার শূন্যতা, দ্বিতীয় কেউ নেই পূরণ করার।