সকল দূরত্ব দূর হয়ে যায়
যখনি ডাকো প্রিয়া বলে,
ভুলে যাই তখনি, কি ছিল দূরত্ব
কতটা ভেসেছি নয়নের জলে।
অভিমানেই নাকি গভীরতা থাকে,
অভিমানেই আবার শেষ হয়ে যায়।
ভালোবাসা-বাসির গভীরতা নাকি
অভিমানেতেই বেশি শোভা পায়।
অভিমানের পাল্লা যদি ভারি হয়,
অন্তর তবে কেন কাঁপে,
মনে জাগে ভয় তবু সংশয়,
পোড়া অভিমানের চাপে।
এখুনি তো এলে, এখুনি যাবে চলে,
তবে কেন বিছায়েছ মায়াজাল?
তুমি নাবিক মন যমুনার
অসময়ে কেন ছেড়েছ হাল?
অভিমানেই প্রশ্নচিহ্ন, অভিমানেই বাঁধি সুর,
কাছে তুমি প্রিয়, তবু কেন মনে হয়,
আজ তুমি বহুদূর।
৩০/১/২০১৮ সময় রাত ১২:২১